কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বর ও শাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বর ও শাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায়  এলাকায় মানুষের মধ্যে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ ইউনিয়নের নখলা গ্রামের বাসিন্দা।

এলাকা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে ধূলদিয়া ইউনিয়নের নখলা-পারদিয়াকুল বড়-হাওর এলাকায় নিজের জমিতে ধান কাঁটতে যায়। পরে শরীরে জ্বর অনুভব করলে জমি থেকে বাড়িতে চলে আসে। সন্ধ্যায় গ্রামের  ডাক্তারের কাছ থেকে ঔষধ খেলে সুস্থ হয় ঐ ব্যক্তি। পরে শনিবার সকালে আবারো জমিতে ধান কাঁটতে গেলে বেলা ১১টার সময় তিনি মৃত্যুবরণ করেন।

সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  মেম্বার সাফি উদ্দিন শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি দু’দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন কি না তা বলা যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষণ আছে কি না তা খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকতারুন নেছা জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদ সংগ্রহ : কটিয়াদী প্রতিনিধি


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.