Facebook অাইডি Hack হওয়ার হাত থেকে রক্ষা করার উপায়। Facebook সর্বোচ্চ security ( Update)
Facebook অাইডি Hack হওয়ার হাত থেকে রক্ষা করার উপায়
Facebook ID save-Bd info tv |
Hello! বন্ধুরা, অাশা করি সবাই ভাল অাছেন? অাপনাদের অারো ভাল রাখতে অামি অাছি অাপনাদের সাথে। বর্তমানে অামরা Facebook id Hack নিয়ে খুবই চিন্তাই অাছি কারন অামাদের অাইডিতে অনেক দরকারি তথ্য থাকে অার যদি সেই অাইডিটা কিছু খরাপ মানুষ Hack করে নেয় তো সব গেল। অামরা একটু সচেতন হলেই অামাদের অাইডি গুলো Hacker দের কবল থেকে রক্ষা করতে পারি। সাধারন কিছু বিষয় অাগে অালোচনা করি মূল অাকর্ষন পরে নিয়ে অাসছি। অামরা অামাদের অাইডি নিরাপদ রাখতে হলে কিছু টিপস ফলো করবেন।
- অপরিচিত কোন লিংকে ঢুকবো না।
- কোন লোভনীয় অফারে রেজিষ্ট্রেশন করবেন না।
- কোন সাইডে ঢুকলে অাপনার Facebook id or password চাইলে login করবেন না।
- Hacker রা অাপনাকে মানসিক ভাবে কিছু attack করবে যা অাপনি সত্যি বলে মনে করবেন কিন্তু মিথ্যা।
- অাপনি কখনো অাপনার মোবাইল নাম্বার অথবা কোন অংশ অথবা অাপনার নাম, অাপনার প্রেমিকার নাম, কমন password ব্যাহার করবেন না। তাতে অাপনার অাইডি Hack করতে সুবিধা হবে।
- অন্য কারো Browser এ id login করবেন না।
এখন শিখবো প্রধান অাকর্ষন এই প্রক্রিয়ায় অাপনার অাইডি সম্পূর্ণ নিরাপদ।
- Facebook এর setting option এ যাবেন।
- Security and login ক্লিক করেন।
- Setting up extra security দেখতে পাবেন।
ছবিতে দেখিয়ে দিয়েছি ভাল করে লক্ষ করুন
- প্রথমে অামরা Get alerts abouts unrecognized logins এ edit ক্লিক দিয়ে get notification টিক দিবো।
- email login alerts ক্লিক দিয়ে save ক্লিক দিবো password দিয়ে save দিবো।
নিচে অারেকটা option অাছে
→Use two-factor authentication ওটার edit গিয়ে ছবি অনুযায়ি edit করে নিবো
- Two- factor authentication on করে দিবো।
- Text messege ফোন নাম্বার এড করে Disable করে দিবো।
- Code generator Disable করে দিবো।
- password দিয়ে save করে দিবো বেস কাজ শেষ।
এক মোবাইলেে বা কম্পপিউটারে বার বার লগিন করা দরকার হলে save browser ক্লিক করবেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
যদি ভাল লেগে থাকে আমাদের পোষ্টটি শেয়ার করুন।ভূল হলে মাফ করবেন, আমাদের সাহায্য করবেন, মতামত পেশ করবেন।
ধন্যবাদ
Youtube এ আমাদের সাথে থাকতে SUBSCRIBE করুন
ভিডিও দেখতে ক্লিক করুন
যদি ভাল লেগে থাকে আমাদের পোষ্টটি শেয়ার করুন।ভূল হলে মাফ করবেন, আমাদের সাহায্য করবেন, মতামত পেশ করবেন।
ধন্যবাদ
Youtube এ আমাদের সাথে থাকতে SUBSCRIBE করুন
nice
উত্তরমুছুনthnx
মুছুন