কিশোরগঞ্জের কটিয়াদী থানায় ১১ জনের করোনা শনাক্ত।
কিশোরগঞ্জের কটিয়াদী থানায় ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে। আক্রান্ত সবাই স্বাস্থ্যসেবাই নিয়োজিত। আক্রান্ত ১০ জন কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়োজিত ছিলেন। ১ জন নিয়োজিত ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লে।
জানা যায় আক্রান্ত ১১ জনের মধ্যেে ৮ জন চিকিৎসক, ১ জন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো), ১ জন ব্রাদার ও ১ জন অফিস সহকারী রয়েছে। ১১ জনের মধ্যে সোমবার ৯ জন এবং পূ্র্বে ২ জন শনাক্ত ছিলেন।
প্রথম রোগি শনাক্ত হয় গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স কর্মরত একজন ব্রাদার তার বাড়ি কটিয়াদীতে কিন্তু কটিয়াদীরের মানুষ সচেতন হচ্ছে না কটিযাদী প্রশাসনের লোক অনেক পরিশ্রম করে জনগনকে ঘরে রাখতে পারছে না।
স্ব জমিনে ঘুরে দেখা যায় লকডাউন থাকলেও ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে যা খুবই হতাশাজনক। এখনি যদি কঠিন ভাবে পদক্ষেপ না নেওয়া হয় কটিয়াদীতে আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভেঙ্গে দেবে তাই সবাইকে আবার বলছি ঘরে থাকুন নিজে বাচুন অন্যদের বাচতে সহযোগিতা করুন।
সংবাদ সংগ্রহঃ শামীম হাসান,
কটিয়াদী প্রতিনিধী,
বিডি ইনফো।
কোন মন্তব্য নেই